চাপ নেই কমলাপুরে, চারটি ট্রেনে নতুন কোচ

চাপ নেই কমলাপুরে, চারটি ট্রেনে নতুন কোচ

শেয়ার করুন

কমলাপুর

নিজস্ব প্রতিবেদক:

ঈদের আগাম টিকেট বিক্রির শেষ দিনে তেমন ভিড় ছিলো না ঢাকার কমলাপুর রেল স্টেশনে। শুক্রবার দেওয়া হচ্ছে ১১ সেপ্টম্বরের টিকেট।

শুক্রবার সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হলেও, টিকেট-প্রত্যাশীদের অনেকেই রাত জেগে লাইন দিয়ে অপেক্ষায় থাকেন কাঙ্খিত টিকেটের আশায়। তবে, তা গত চারদিনের তুলনায় ছিলো অনেক কম। আর কাঙ্ক্ষিত টিকেট পেতে কোনো সমস্যা না হওয়ায় ছিল না কোনো আক্ষেপ কিংবা অভিযোগ।

অন্যদিকে, সকালে ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর ফলে বাড়বে যাত্রী ধারণ ক্ষমতা, কমে আসবে গন্তেব্যে পৌছানোর সময়।

এবারে, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে প্রতিদিন দেয়া হচ্ছে ২২ হাজার ৬৭৬টি করে টিকেট। ঈদে কমলাপুর থেকে প্রতিদিন বিভিন্ন গন্তেব্যে ছেড়ে যাবে ৬৯ জোড়া ট্রেন।