চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন ঘোষণা

শেয়ার করুন

গত এক সপ্তাহে করোনা সংক্রমনের হার পর্যবেক্ষনে দেখা যায়, এখানে করোনা সংক্রমনের হার শতকরা ৫০ ভাগের
অধিক। যা জাতীয় সংক্রমনের হারের ৫ ঘুনের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর
দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশীদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও
ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

Press Brief Pic-24-05-2021ছবি-এটিএন টাইমস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমনের হার বেড়ে
যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের
জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রাশাসকের
কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে  জেলা প্রশাসক মঞ্জুরুল
হাফিজ এ ঘোষণা দেন।
এসময় তিনি জানান, সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমনের
উর্দ্ধমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমনের
হার পর্যবেক্ষনে দেখা যায়, এখানে করোনা সংক্রমনের হার শতকরা ৫০ ভাগের
অধিক। যা জাতীয় সংক্রমনের হারের ৫ ঘুনের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর
দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশীদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও
ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। পরিস্থিতি চরম অবনতি হওয়ায়
সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে  জনগণকে
সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত
ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আগামী ৭ দিনের জন্য জেলা জুড়ে লকডাউন
কার্যকর করা হলো। যা আগামী ৩১ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। জরুরী সেবা ও
পন্য বহনকারী যান ব্যাতিত সকল প্রকার যানবাহন সন্ধ থাকবে। সেই সাথে
মুদিখানা ও ওষুধের দোকান ব্যাতিত সকল প্রকার দোকানপাট, হাট বাজার বন্ধ
থাকবে।
পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম প্রেস ব্রিফিংএ উপস্থিত
ছিলেন।