চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ২৩ ডিসেম্বরের ভোট ২৬ ডিসেম্বর

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ২৩ ডিসেম্বরের ভোট ২৬ ডিসেম্বর

শেয়ার করুন

UP Election

নিজস্ব প্রতিবেদক।।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠান তারিখ নির্ধারিত থাকলেও তা পিছিয়ে অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

এ সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়, ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির শূন্য পদে উপ-নির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনর্নির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে।