‘ঘুষ দেয়ার কথা স্বীকার: ডিআইজি মিজানকে দুদক কেনো গ্রেপ্তার করছে না’

‘ঘুষ দেয়ার কথা স্বীকার: ডিআইজি মিজানকে দুদক কেনো গ্রেপ্তার করছে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঘুষ দেয়ার কথা স্বীকার করার পরও বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশন কেনো গ্রেপ্তার করছে না, এ নিয়ে দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

ঋণ কেলেঙ্কারির মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির সময় রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদকের দক্ষতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। জনতা ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা ভুয়া এলসির মাধ্যমে আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

শুনানির সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে আপিল বিভাগ বলেন, দুদকের একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এটা দেশের উদ্বেগজনক। এ সময় ডিআইজি মিজানের বিষয়ে আপিল বিভাগ বলেন, তাকে কেনো আটক করা হচ্ছে না, তিনি দুদকের চেয়েও বেশি ক্ষমতাবান কিনা?