গ্রিন হাউস নির্গমন কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে-পরিবেশ, বন...

গ্রিন হাউস নির্গমন কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

শেয়ার করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নীতি নির্ধারণ ও বাস্তবায়নে তরুণদের সস্পৃক্ততার কোনো বিকল্প নেই। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিবাচক কার্যক্রমে যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশ্বজুড়ে নেওয়া পদক্ষেপের মতো আমাদের দেশেও কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই হিসাবে যুবদের উপযুক্ত আর্থিক সহায়তা, রাজনৈতিক ক্ষমতায়ন, জ্ঞান, দক্ষতা, শিক্ষা এবং প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে সুসজ্জিত করা এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যাযয়ে তাদের অর্থবহ অংশগ্রহণ এবং সংলাপের মাধ্যমে সম্পৃক্তকরণ নিশ্চিত করা জরুরি। 

Screenshot 2021-04-28 113836 (1)

ফিরোজ মোস্তফা, বরিশালঃ বুধবার (২৮ এপ্রিল) ‘ধরিত্রী দিবস ২০২১’ উপলক্ষে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা  আয়োজিত ‘রোড টু গ্লাসগো: আমাদের পৃথিবীর পুনরুদ্ধার ও জলবায়ু সুরক্ষা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃতির প্রতি অবিচার করে আমরা কোনো উন্নয়ন করলে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে কোনো সুফল পাবে না।  বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে বাংলাদেশসহ বিশ্বের যুব সমাজকে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও গ্রিন হাউস নির্গমন কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে। পরিবেশগত ও সামাজিক আন্দোলনে তরুণদের কার্যকর অংশগ্রহণ সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণ করতে ত্বরান্বিত করতে পারে। এ জাতীয় নীতিগুলো জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুব-নেতৃত্বাধীন পরিবেশগত প্রকল্পগুলো গ্রহণের জন্য আর্থিক সহায়তা দিয়ে অনুপ্রাণিত করতে আহবান জানাচ্ছি।  একইসঙ্গে সরকারের গৃহীত কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণে সুযোগ সৃষ্টির পাশাপাশি বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয় কপ প্রতিনিধিদলে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকার করছে।
  পৃথিবী ও বাংলাদেশকে বাঁচাতে যুবদের বৈশ্বিক আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের সাথে সংহতি  প্রকাশ করেন পরিবেশমন্ত্রী  ।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—  নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) মো. মনিরুজ্জামান, অ্যাকশন এইড বাংলাদেশের  কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, জেন্ডার ও মানবাধিকার কর্মী শীপা হাফিজা, ক্লাইমেট ফিন্যান্স অ্যান্ড ক্লাইমেট ইন্ডিউসড মাইগ্রেশন প্রকাশ, ব্রিটিশ কাউন্সিলের আইবিপি ম্যানেজার আবুল বাশার, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কো-অর্ডিনেটর সোহানুর রহমান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজাসহ অন্যরা।
পরিবেশমন্ত্রী আরও  বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ এর জন্য দায়ী অতিরিক্ত কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো। তাই এর দায় তাদের নিতে হবে।  একা বাংলাদেশের পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা।’

খলীকুজ্জমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ যত ধবংস হয়, মানুষের ক্ষতির পরিমাণ তত বাড়ে। করোনা মহামারির এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের সংকটের সঙ্গে জীবিকার সংকটও প্রকট হতে দেখা দিয়েছে। যারা অত দরিদ্র প্রধানমন্ত্রী তাদের জন্য প্রণোদনার ঘোষণা দিলেও তা সবাই পায়নি।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির ভিত্তি গ্রামীণ অর্থনীতি। এই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ তিনি বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমরা পৃথিবীকে কীভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারি, সে বিষয়ে সবার চিন্তা করতে হবে। এক্ষেত্রে তরুণদের কথা শুনতে হবে। তাদের কথা বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাবো।’

জেন্ডার বিশেষজ্ঞ  শীপা হাফিজা  বলেন, ‘জলবায়ু পরিবর্তনের এই প্রভাব সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারীদের ওপরে। নিজেদের ঘরবাড়ি ছেড়ে যাওয়া অনেক কঠিন।’ তিনি বলেন, ‘আমাদের দেশের জলবায়ু আক্রান্ত মানুষ আবার নতুন করে বাঁচার যে অসীম সাহস দেখিয়ে যাচ্ছে, সেটা সারা বিশ্বে প্রশংসিত। আমরা গর্বিত। জলবায়ু বিষয়ক সম্মেলনগুলোতে অনেক বেশি কারিগরি আলোচনা হচ্ছে।’ তিনি বলেন, ‘মহামারির কারণে মেয়েরা স্কুলে যেতে পারছে না, বাল্য বিয়ে বাড়ছে। বৃদ্ধদের সহায়তা বেশি করে আলোচনায় আসা উচিত। কারণ, এই মানুষগুলোই ওই দুর্যোগের সময় সবচেয়ে বেশি অবদান রাখছেন। তাদের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া দরকার।’

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘জলবায়ুগত পরিবর্তন মোকাবিলায় তরুণদের আরও বেশি করে সম্পৃক্ত করা, তাদের একেবারে এখনকার তথ্যগুলো অবহিত করা, এর মাধ্যমে আমরা দক্ষ জনবল গড়ে তুলতে পারি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ এখনও পর্যন্ত যা যা করেছে, সেগুলো উদাহরণ হিসেবে বিশ্বের সামনে এসেছে। তরুণদেরকে তাদের ইনোভেশন দিয়ে এটি মোকাবিলা করতে হবে।’