গ্রিন লাইনের আচরণ ভালো লাগেনি: আদালত

গ্রিন লাইনের আচরণ ভালো লাগেনি: আদালত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আদালতের আদেশে নির্ধারিত সময়ের মধ্যে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

রাসেলকে ক্ষতিপূরণের বাকি টাকা দিতে আগামী ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। এর মধ্যে টাকা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেয়ার আদেশ দেবেন বলেও জানান আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দিয়েছেন।

আদালত বলেন, গ্রিন লাইনের আচরণ তাদের ভালো লাগেনি, আদালতের উদারতাকে দূর্বলতা না ভাবতে গ্রিন লাইনকে হুশিয়ার করে দেন আদালত। বারবার আদালত বলার পর গত ১০ এপ্রিল ক্ষতিপূরণের ৫ লাখ টাকা পরিশোধ করেছিল গ্রিন লাইন। বাকি ৪৫ লাখ টাকা পরিশোধের জন্য ২২ মে পর্যন্ত সময় দেয়া হয়। গ্রিন লাইনের আইনজীবী অ্যাডভোকেট মো. অজি উল্লাহর সঙ্গে গ্রিন লাইনের কেউ যোগাযোগ করেনি উল্লেখ করে আজ তিনি ওকালতনামা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন।