গ্রিনলাইন বাসের ধাক্কায় পা হারানো রাসেলকে এককোটি টাকা ক্ষতিপূরণের রুল

গ্রিনলাইন বাসের ধাক্কায় পা হারানো রাসেলকে এককোটি টাকা ক্ষতিপূরণের রুল

শেয়ার করুন

5aeaf14fba20baee1633f24377de7a4a-5ae45cad0ac0b
নিজস্ব প্রতিবেদক :

গ্রিনলাইন বাসের ধাক্কায় পা হারানো রাসেলকে কেন এককোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

গত ১৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পা হারান গাইবান্ধার পলাশবাড়ীর তরুণ রাসেল সরকার। একটি প্রাইভেট কার নিয়ে তিনি যাচ্ছিলেন কেরানীগঞ্জ। পথে গ্রিন লাইন পরিবহনের একটি বাস গাড়ীটিকে ধাক্কা দেয়। গাড়ি থেকে নেমে বাস ড্রাইভারের সঙ্গে কথা বলেন রাসেল। কথা কাটাকাটির এক পর্যায়ে ডাইভার রাসেলের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন।

ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বাস কর্তৃপক্ষ রাসেলকে কোনো ক্ষতিপূরণ দেয়নি। বিষয়টি নজরে এনে হাইকোর্টে রিট করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। এর প্রেক্ষিতে হাইকোর্ট বাস মালিক ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে ব্যখ্যা দিতে নির্দেশ দেন।