গরমে অতিষ্ঠ জনজীবন, দু একদিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা

গরমে অতিষ্ঠ জনজীবন, দু একদিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তীব্র গরমে অতিষ্ঠ সারাদেশের জনজীবন। স্বস্তির কথা, দু একদিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ একটু কমে আবার বাড়তে পারে।

গত কয়েকদিন ধরে রাজধানী ও দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর তাপে পুড়ছে প্রকৃতি, পুড়ছে নগরজীবন। ক’দিন ধরেই চলছে এমন তপ্ত অবস্থা। ঘরে-বাইরে গরমে হাঁসফাঁস করছে মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য মতে তাপমাত্রা ৪০ ডিগ্রি না পেরুলেও, গরম অনুভত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শুক্রবার, রাজশাহীতে। যা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।