গবাদি পশুতে ভরে উঠছে রাজধানীর পশুর হাট

গবাদি পশুতে ভরে উঠছে রাজধানীর পশুর হাট

শেয়ার করুন

K

নিজস্ব প্রতিবেদক :

গবাদি পশুতে ভরে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। তবে, ক্রেতা সমাগম তেমন না থাকায় বিক্রি-বাট্টা খুব একটা নেই বললেই চলে। ব্যবসায়ীরা বলছেন, হাট জমে উঠতে সময় লাগবে আরো দুই একটা দিন।

এসব গবাদি পশুর গন্তব্য এখন রাজধানীর পশুর হাটগুলোতে। হাটে হাটে এসব পশু নামাতেই এখন ব্যস্ত ব্যাপারীরা।

অন্যদিকে, বেঁচা-বিক্রি তেমন না থাকায় অলস সময় পার করছেন অধীকাংশ ব্যবসায়ীরা। কেউ আবার শেষবারের মতো,যত্ন নিচ্ছেন প্রিয় প্রাণীটির। বলছেন, এবার ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকলে ভালো দাম পাবেন তারা।

হাটে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় তেমন নেই বললেই চলে।  মাঝে মধ্যে দামা-দামি করলেও এগোচ্ছেন না বেশি দূর।

এরই মধ্যে,গাবতলী পশুর হাটে উঠেছে উট ও দুম্বা। প্রতিটি উঠের দাম হাকা হচ্ছে ১৮ থেকে ২২ লাখ। আর দুম্বা দেড় থেকে ২ লাখ।

ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামী রোববার থেকে পুরোদমে জমে উঠবে রাজধানীর পশুর হাট।

আর যারা পশুর হাটে আসবেন, নিজের ও পরিবারের সুস্থতার কথা বিবেচনা করে অবশ্যই জীবাণুমুক্ত হয়ে ঘরে ঢুকবেন এমন প্রত্যাশা আমাদের সবার।