খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

শেয়ার করুন

65611-khulna-amar

নিজস্ব প্রতিবেদক :

খুলনা নগরীর নগরপিতা কে হচ্ছেন, তা ঠিক করতে, ২৮৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে এক যোগে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতি ছাড়াই ভোটগ্রহণ হবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভিড় জমতে থাকে ভোটারদের। নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোটকেন্দ্র খোলার। ভোট দিতে না পারা বা বাধার সৃষ্টি হচ্ছে, এমন অভিযোগ করেন নি ভোটাররা।
তবে ভোট কেন্দ্র দখলের অভিযোগে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আর বিএনপির অভিযোগ তাদের নির্বাচনী বুথ ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।

নিরপাত্তা বিধানে মাঠে দায়িত্ব পালন করছেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে সাড়ে ৯ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য। নির্বাচনে পর্যবেক্ষন করছেন ২১৯ জন। এদিকে ভোট দিয়েছেন বড় দলের দুই প্রার্থীই। ভোট গ্রহনের পরিবেশ নিয়ে আওয়ামী প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কোন আপত্তি নেই। তবে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, কেন্দ্র থেকে তার দলের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।