খালেদা জিয়ার নির্বাচনে দাড়ানো আটকে দিল আপিল বিভাগ

খালেদা জিয়ার নির্বাচনে দাড়ানো আটকে দিল আপিল বিভাগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতির দায়ে ২ বছরের বেশি দণ্ড হলে কোনো ব্যক্তি অভিযোগ থেকে পুরোপুরি খালাস না পাওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।

এতে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ব্যারিস্টার রফিকুল ও আওয়ামী লীগের নেতা হাজি সেলিমসহ দন্ডিত অনেকেই বর্তমান অবস্থায় নির্বাচন করতে পারছেন না।

বেলা সাড়ে এগারোটায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ নো অর্ডার দেন। এতে করে গতকাল হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটাই বহাল থাকলো।

বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ৫ নেতা বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত চেয়ে আবেদন করলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ তা খারিজ করে আদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে গতকালই আপিল করেন বিএনপি নেতা ডা. জেড এম জাহিদ। পরে চেম্বার অাদালত অাবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন।