খালেদা জিয়ার জামিন বিষয় আদেশ ১৪ অক্টোবর

খালেদা জিয়ার জামিন বিষয় আদেশ ১৪ অক্টোবর

শেয়ার করুন

খালেদানিজস্ব প্রতিবেদক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল হবে না, এ বিষয়ে আগামী ১৪ অক্টোবর আদেশের দিন ধার্য্য করেছেন বিচারিক আদালত।

রোববার সকালে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারকাজের শুরুতেই, বেগম জিয়ার আইনজীবীরা তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন। একই সঙ্গে মামলার বিচারকাজ মুলতবি রাখার আবেদনও করা হয়।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে এই আদালত থেকে যে আদেশ দেওয়া হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে বলে আদালতকে জানান খালেদা জিয়ার আইনজীবীরা।

আর দুদকের আইনজীবী খালেদা জিয়ার জামিন বাতিল করে, মামলার রায় ঘোষণার দিন ধার্যের আবেদন করেন।