খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায় বহাল

খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায় বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

২০১২ সালের ৫ মার্চ রাতে  গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান খালাফ। এই ঘটনায় করা মামলায় ঐ বছরের ২০ সেপ্টেম্বর সাইফুল ইসলাম, আলামিন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী নামে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দেন তদন্ত কর্মকর্তা। তবে সেলিম চৌধুরী পলাতক ছিলেন।

৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল ৫ আসামীকেই ফাঁসির আদেশ দেন।  আসামীরা উচ্চ আদালতে আবেদন করলে সাইফুল ইসলামের মৃদ্যুদন্ড বহাল রেখে তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। আর পলাতক সেলিম চৌধুরীকে খালাস দেওয়া হয়। বুধবার আপিল বিভাগ এই রায় বহাল রেখে রায় দেন।