খাদিজার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খাদিজার শারীরিক অবস্থা অপরিবর্তিত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পর্যবেক্ষণের ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তারা আরও জানান, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা খাদিজার নেই।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান রিয়াজুল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাদিজার চিকিৎসার খোঁজ নিতে বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। এ সময় তারা এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত বখাটে বদরুলের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে বুধবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও আন্দোলনের কর্মসূচি রয়েছে।

হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলকে হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। তাকে যে কোনও সময় আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে খাদিজা বেগম নার্গিসকে শাবিপ্রবির ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। গতকাল ঢাকার স্কয়ার হাসপাতালে ৫ ঘণ্টা ধরে খাদিজার জটিল অস্ত্রোপচার হয়।