কোটা সংস্কার হতে আরো কিছুটা সময় লাগবে: মন্ত্রিপরিষদ সচিব

কোটা সংস্কার হতে আরো কিছুটা সময় লাগবে: মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন

shafiul_alam_daily_sun_picনিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকুরিতে প্রবেশে কোটা সংস্কার হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো: শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ কথা জানান তিনি। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন,  কোটা সংস্কার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তবে বিষয়টি জটিল হওয়ায় আরো সময় লাগবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রীপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি ও ভাতা দ্বিগুণ করতে আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)  আইনের মেয়াদ ২০১৮ থেকে আরো ৩ বছর বাড়াতে সংশোধনী প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন এবং মৎস্য সংগনিরোধ আইনের চুড়ান্ত অনুমোদনও দেয়া হয় আজকের বৈঠকে।