কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ

কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ

শেয়ার করুন

1534396927নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় শহীদ মিনারে দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ ।

বৃহস্পতিার সকাল পৌনে ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে গোলাম সারওয়ারের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য মন্ত্রী হাসানুল হত ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ারকে।

সেখানে শ্রদ্ধা শেষে বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা ও জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারকে।

এর আগে সকালে গোলাম সারওয়ারকে শেষবারের মতো তেজগাঁওয়ে তার কর্মস্থল সমকাল কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান। এরপর পাশের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার।