‘কিছু বিপথগামী ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে’

‘কিছু বিপথগামী ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

কিছু বিপথগামী বিশ্বে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে। এজন্য জঙ্গিবিরোধী চেতনা সৃষ্টিতে ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বৃহস্পতিবার উলামা সম্মেলনে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে ১ লাখ আলেম স্বাক্ষরিত জঙ্গিবাদবিরোধী ফতোয়ার পূর্ণাঙ্গ কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ।

পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র ও শান্তির ধর্ম হলেও ইসলামের নামে কিছু বিপথগামী নিরীহ মানুষদের হত্যা করছে। ফলে সারা বিশ্বের সামনে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদের।

যারা নিরপরাধ মানুষদের হত্যা করছে তারা ইসলামের মর্মবাণীকেই অস্বীকার করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।