কাটছে না হজযাত্রার সঙ্কট, শনিবারের দুই ফ্লাইট বাতিল

কাটছে না হজযাত্রার সঙ্কট, শনিবারের দুই ফ্লাইট বাতিল

শেয়ার করুন

hajj_122636নিজস্ব প্রতিবেদক :

ভিসা জটিলতায় শনিবারের দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। কাটছেই না হজযাত্রার চলমান সংকট।

এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় ৭০ হাজার হজ্ব যাত্রীর। তারপরও হজ এজেন্সীগুলো বলছে, সব হজ্ব যাত্রীকেই মক্কায় পৌছে দিতে পারবেন তারা। তবে নিশ্চয়তা পেলেও, ঠিক সময়ে ফ্লাইট পাবেন কিনা এমন শঙ্কায় অনেক হজ্বযাত্রী।

আশকোনায় হজ ক্যম্পে, অনেকেই এখন অপেক্ষার প্রহর গুনছেন। শুক্রবার পর্যন্ত যাত্রী সঙ্কটে বাতিল হয়েছ অন্তত ২০টি ফ্লাইট। তবে ফ্লাইট বাতিল বা যাত্রী সঙ্কটের জন্য কেবল হজ্ব এজেন্সি নয়, বিমানের কিছু অসাধু কর্মকর্তাও দায়ী বলে অভিযোগ হজ্ব যাত্রী এবং হাজী কল্যান পরিষদের।

হজ্ব এসোসিয়শন অব বাংলাদেশ হাব বলছে, ফ্লাইট বাতিল নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। সব হজ্ব যাত্রী সময়ের আগেই সৌদি আরব যেতে পরবেন।
জটিলতার জন্য এজেন্সী বা ধর্ম মন্ত্রণালয় নয়, দায়টা সৌদি সরকারকেই দিতে চান তারা। ধর্ম মন্ত্রনালয়ের হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত মক্কায় পৌছেছেন ৩৫ হাজার ২৯৪ জন। ভিসা পেয়েছেন ৫৭ হাজার ৭৮৯ জন।