করোনাভাইরাস: দেশে আরো ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৭১০

করোনাভাইরাস: দেশে আরো ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ৭১০

শেয়ার করুন

co

নিজস্ব প্রতিবেদক।।

করোনার থাবায় গতকালের তুলনায় মৃত্যু কমলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৬৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় শনাক্ত হয়েছে ২ হাজার ৭১০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসেব মতে, আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কিছুটা কমলেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল রোববার করোনায় ৭০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল সংস্থাটি। রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যে জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ৭৯৭টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় মোট শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৬৯ শতাংশ।