কপ-২২ বৈঠকে যোগ দিতে মরোক্কোর পথে প্রধানমন্ত্রী

কপ-২২ বৈঠকে যোগ দিতে মরোক্কোর পথে প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ছাড়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মারাক্কেশের মেনারা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেয়া হবে।

মঙ্গলবার মারাক্কেশের বাব ইগলী হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কপ-২২’র উচ্চ পর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে কপ-২২’র যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে ৪৯তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন তিনি।

বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগ দেবেন। তিনদিনের সফর শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।