ওয়ার্ড-ইউনিয়নেও টিকা কার্যক্রম শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ার্ড-ইউনিয়নেও টিকা কার্যক্রম শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

PM In Cabinate Meeting May 2021
সারাদেশের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশ দেন। গ্রামের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রতি সপ্তাহে দু’শ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হবে। লকডাউন পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করলেন তিনি । দেশে আট কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে। মৌখিক পরীক্ষা ছাড়াই আরো দ্রুত আরো চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।