ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হবে আর একদিন

ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হবে আর একদিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাবা-মা হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ঐশী রহমানের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ করতে আর মাত্র ১দিন সময় পাবে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ।

সোমবার বিকেলে শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্ম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

এর আগে সকালে মানসিক অবস্থা পর্যবেক্ষণে খাসকামরায় ১৫ মিনিট ধরে ঐশীর বক্তব্য শোনেন হাইকোর্ট। সেখানে দুইপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পরদিনই পল্টন থানায় আত্মসমর্পণ করে তাদের মেয়ে ঐশী। গত ১২ মার্চ থেকে ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি চলছে।