এসকে সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ খতিয়ে দেখছে দুদক

এসকে সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ খতিয়ে দেখছে দুদক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বহুল আলোচিত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ খতিয়ে দেখছে দুদক। এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যবসায়ীকে ডেকে পাঠিয়েছে সংস্থাটি।

মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামের দুই ব্যবসায়ীকে তলব করেছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নিয়েছেন ওই ব্যবসায়ীরা। পরে ওই টাকা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

দুদকের পাওয়া সূত্রমতে, গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। যদিও দুই ব্যবসায়ীর পক্ষের আইনজীবী জানান, যে টাকা লেনদেন হয়েছে সেটা মূলত সাবেক প্রধান বিচারপতির উত্তরার বাসা যেটা দুই ব্যবসায়ী তার কাছ থেকে কিনেছেন।দুদক কার্যালয়ে এই মুহুর্তে দুই ব্যবসায়ীর জিঙ্গাসাবাদ চলছে।