এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৭ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৭ শতাংশ

শেয়ার করুন

2018-05-06_bss-02_867564নিজস্ব প্রতিবেদক :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ। সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৬হাজার ১০৪। পাসের হার ৭৭.৭৭শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১লাখ ১০ হাজার ৬২৯জন।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে তিনি এক সংক্ষিপ্ত বিবরণীর মাধ্যমে এবারের ফলাফলের বিশ্লেষন তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, এবারে এসএসসি মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন। পাস করেছে ১২ লাখ ৮৯ হাজার। পাসের হার ৭৯.৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। এবারে ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২.১৪ শতাংশ বেশি।