এপিটিএ’র বাণিজ্য সম্প্রসারণে কয়েকটি সংশোধনী

এপিটিএ’র বাণিজ্য সম্প্রসারণে কয়েকটি সংশোধনী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জোট-এপিটিএ এর বাণিজ্য সম্প্রসারণে কয়েকটি সংশোধনী এনে সেকেন্ড অ্যামেনমেন্ট অব দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। এ চুক্তি অনুযায়ী, সাধারণ তালিকায় সব সদস্যকে ৫৫৮টি পণ্যে ১০ থেকে ৭০ এবং এলডিসির দেশগুলোকে ৬০২টি পণ্যে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে বাংলাদেশ। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বাংলাদেশসহ মোট ৬টি দেশ এপিটিএ এর অন্তর্ভুক্ত। অন্য দেশগুলো হলো- ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাউস।

এদিকে, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে সম্প্রতি বন্ধ হওয়া ৫৯টি তৈরি পোশাক কারখানা আজ থেকে খুলে দেওয়ায় শ্রমিক ও মালিকদের অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার বৈঠকে।