একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারের বেদী থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ-নীলক্ষেত-পলাশী-বকশীবাজার কেন্দ্রিক মোট চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকে মোট আট হাজার পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার বলেন, শ্রদ্ধা জানাতে আসা সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে মূল বেদীতে প্রবেশ করতে হবে। এছাড়া ম্যানুয়ালি ও হ্যান্ডমেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।