একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কলেজগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কলেজগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি-বেসরকারি কলেজগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হবে। গত বছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং এইচএসসির ফলের ভিত্তিতে এ বছর এ, বি ও সি শ্রেণিতে ভাগটি হচ্ছে।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী  এবং অভিভাবকরা যাতে বিভ্রান্তি ও প্রতারণার শিকার না হন, সে জন্য কোন কলেজ কোন শ্রেণির তা নির্ধারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে কলেজগুলোতে গতবার অর্থাৎ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কমপক্ষে ৬০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিল এবং এইচএসসিতে পাসের হার কমপক্ষে ৭০ শতাংশ ছিল সেগুলো ‘এ’ শ্রেণিভুক্ত হবে। যেসব কলেজে অন্তত ৬০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিল এবং পাসের হার ৭০ থেকে ৫০ শতাংশের মধ্যে সেগুলো ‘বি’  এবং যেগুলোতে পাসের হার ৫০ শতাংশের কম, আবার শিক্ষার্থীও ৬০০ জনের কম, সেগুলো ‘সি’ শ্রেণিভুক্ত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোকে তিন শ্রেণিতে ভাগ করে প্রাথমিক তালিকাও করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে খুব শিগগিরই এই তালিকা দেওয়া হবে।