একতরফা ফারাক্কা খুলে দেয়া সঠিক না : ইনু

একতরফা ফারাক্কা খুলে দেয়া সঠিক না : ইনু

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীর উপরে একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ না।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, information ministry, hasanul hoq inuরোববার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার চরগোলাপনগর পদ্মা নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে “ফারাক্কা বাধ খুলে দেয়া প্রসঙ্গে“ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একতরফা ভাবে ফারাক্কার গেইট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার। প্রধানমন্ত্রী উপস্থিত ক্ষয়-ক্ষতির প্রতিকারের জন্য ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগীতা করবেন।

জঙ্গি দমনের সাফল্য নিয়ে  খালেদার মন্তব্যর প্রেক্ষিতে  ইনু বলেন, বেগম খালেদা জিয়ার দেশ শাসনামলে তথ্য ধামাচাপা দিয়ে আলামত ধ্বংস করে তিনি জঙ্গিদের আড়াল করতেন। শেখ হাসিনা সরকারের হাতে সঠিত তথ্য আছে বলেই জঙ্গি দমনে সাফল্য অর্জন করতে পারছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত নুর আলম সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।