উদীচী বোমা হামলার ১৮ বছর, আজও বিচার পায়নি পরিবার

উদীচী বোমা হামলার ১৮ বছর, আজও বিচার পায়নি পরিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর ওপর বর্বরোচিত বোমা হামলার ১৮ বছর পূর্তী আজ (মঙ্গলবার)।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউনহল ময়দানে উদীচীর জাতীয় সম্মেলন চলছিলো। রাতে সম্মেলনে বোমা হামলা করা হয়। এতে নারীসহ ১০ জনের মৃত্যু হয়। আহত হন ২ শতাধিক। যাদের অনেকেই পঙ্গুত্বের বোঝা নিয়ে বেঁচে আছেন।

এ ঘটনায় ২টি মামলা হলেও সাক্ষী-প্রমাণের অভাবে গ্রেপ্তারকৃত সব আসামি খালাস পেয়ে যায়। পরবর্তীতে সরকারি উদ্দ্যোগে উচ্চ আদালতে আপিল করা হয়। সব আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত। সেখানেও আত্মসমর্পণ করে জামিন পায় আসামিরা।

মামলাটি বর্তমানে উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। মামলাটির দ্রুত রায় দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও যশোরবাসী।