ঈদের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইন

ঈদের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইন

শেয়ার করুন

টিকেট

নিজস্ব প্রতিবেদক :

ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট কেনার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতে শত লোক দাঁড়িয়ে রয়েছেন লাইনে। সময় যতো গড়াচ্ছে লাইন ততোই দীর্ঘ হচ্ছে। সকাল আটটা থেকে ৮ সেপ্টেম্বরের টিকিট কেনার জন্য পুরুষদের সাথে রাত ভর অপেক্ষা করছেন মহিলারাও।

রেল কর্তৃপক্ষ জানায়, ৫ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের জন্য প্রতিদিন ৪৩ হাজারের বেশি টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ট্রেন দিনে ৪৬ হাজার ৩৬৫ জন যাত্রী বহন করবে। আর ২২০টি ট্রেন বহন করবে এসব যাত্রী।

এদিকে লাইনে শৃঙ্খলা রাখতে এখানে সাদা পোশাক এবং পোশাকে ১২০ জন রেলও‌য়ে পু‌লিশ কাজ করছেন। আগামী মাসে ৫ তারিখ হতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৯ তারিখ পর্যন্ত। এর আগে গতকাল থেকে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।