‘ইজারার বাইরে কোরবানির পশুর হাট বসলে ব্যবস্থা’

‘ইজারার বাইরে কোরবানির পশুর হাট বসলে ব্যবস্থা’

শেয়ার করুন

image-53853নিজস্ব প্রতিবেদক :

ইজারার বাইরে কোরবানির পশুর হাট বসলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মেয়র সাঈদ খোকন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখেন। মসলাসহ ঈদে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহ নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।

পরে সাংবাদিকদের তিনি জানান, মসলার দাম নাগালের মধ্যেই আছে। সিটি করপোরেশন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। আসন্ন ঈদে দেশী গরু ও ছাগলের পর্যাপ্ত সরবরাহ আছে বলেও আশ্বস্ত করেন তিনি।