ইউএনওর জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি!

ইউএনওর জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনকে মানহানির মামলায় ওইদিন জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি বলে রবিবার সুপ্রিম কোর্টে পাঠানো ব্যাখ্যায় জানিয়েছেন বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন।

তিনি বলেন, আদালতের কাজ শেষে তিনি শুনতে পান, ইউএনও-র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে তার জামিন আবেদন একটি বারের জন্যও তিনি নামঞ্জুর করেন নি।

তিনি ব্যাখ্যায় আরো বলেন, মামলাটি শুনানি চলাকালে উৎসুক জনসাধারণের রোষানল থেকে ইউএনও-র ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তিনি শুনানি মুলতুবি করেন। এই সময়ে মিডিয়ার কর্মীরা বা অন্য কেউ কোন ছবি তুলেছেন কিনা সেটা তার পক্ষে জানা সম্ভব ছিলনা। এই সময়ে কি সংবাদ প্রচার করা হয়েছে বিচারকার্য পরিচালনাধীন থাকায় তা তিনি জানতে পারেন নি।