আসামের বন্যায় নোয়াখালীর ছবি; আসাম সরকারের ভুল স্বীকার

আসামের বন্যায় নোয়াখালীর ছবি; আসাম সরকারের ভুল স্বীকার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের বন্যা পরিস্থিতির প্রতিবেদন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেয়ার সময়, বাংলাদেশের বন্যার ছবি সংযুক্ত করার ঘটনা প্রকাশের পর, ভুল স্বীকার করেছে আসাম সরকার।

শনিবার আসাম সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই ভুল স্বীকার করে বিবৃতি দেন। কয়েকটি ছবিসহ আসামের বন্যা পরিস্থিতির প্রতিবেদন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

যেখানে ২ বছর আগের বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের বন্যার একটি ছবি ভুলে সংযুক্ত করা হয়। ছবিতে দেখা যায়, বেলাল নামের এক তরুন বন্যার পানি থেকে এক হরিণ শাবককে উদ্ধার করছে।

বাংলাদেশের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হাসিবুল ওয়াহাব ছবিটি তুলেছিলেন। বিষয়টি জানানো হলে, আসাম সরকার ভুল স্বীকার করে। তবে ভুলের দায় কয়েকজন জেলা প্রশাসকের ওপর চাপানো হয়েছে।

এক রাজ্য কর্মকর্তা জানান, ছবিটির সঙ্গে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিস্থিতির মিল থাকায় কয়েকজন ডিসি এটি আমাদের কাছে পাঠিয়েছেন।