আশুলিয়ায় ফ্যাক্টরির আগুনে দগ্ধ এক কিশোরীর মৃত্যু

আশুলিয়ায় ফ্যাক্টরির আগুনে দগ্ধ এক কিশোরীর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার গ্যাসলাইটার ফ্যাক্টরির আগুনে দগ্ধদের মধ্যে এক কিশোরী শ্রমিক ভোর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢামেকের বার্ন ইউনিটে আঁখি নামের ১৪ বছর বয়সী ওই কিশোরী শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাবার নাম আশরাফুল আলম। বাড়ি রংপুর। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবোতে কালারম্যাক্স বিডি লিমিটেড নামে একটি লাইটার ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ৩১ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে গুরুতর দগ্ধ ২১ জনকে ঢামেকের বার্ন ইউনিট ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের বেশিরভাগেরই শরীরের ১৭ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আটজন।

ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল ৪টার দিকে কালারম্যাক্স ফ্যাক্টরিতে আগুন লাগে। গ্যাসলাইট ফ্যাক্টরি হওয়ায় আগুনের তীব্রতা ও ব্যাপকতা ছিল এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলিন্ডার থেকে গ্যাস লাইটারে ঢোকানোর সময় বিস্ফোরণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দগ্ধদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা দেয়া হয়েছে।