আলামত নষ্ট হলেই শেষ হয়ে যায়না ধর্ষণের মামলা

আলামত নষ্ট হলেই শেষ হয়ে যায়না ধর্ষণের মামলা

শেয়ার করুন

1803443_17011013130050224470নিজস্ব প্রতিবেদক :

আলামত নষ্ট হলেই শেষ হয়ে যায় না ধর্ষণের মামলা। বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে সমঝোতায় সবকিছু হয়েছে বলে বলে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, তাতেই ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে বলে দাবি আইন বিশেষজ্ঞদের।

বনানীর রেইনট্রি হোটেল। সরকারদলীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের মালিকানাধীন এই হোটেলে গত ২৮শে মার্চ রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে পূর্ব পরিচিত বন্ধুরা ডেকে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে।

সেদিন রেইনট্রি হোটেলে দুটি কক্ষ ভাড়া নিতে সহায়তা করেন হোটেল পরিচালক এমপিপুত্র মাহির হারুণ। এরপরের ঘটনা সবার জানা। বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এমন কথাই।

মামলা দায়েরের পর দুই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ধর্ষণের ৩৭ দিন পর মামলা হওয়ায় আলামত পাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে।