আরও ৬৪ উপজেলায় চালু হচ্ছে ন্যাশনাল সার্ভিস

আরও ৬৪ উপজেলায় চালু হচ্ছে ন্যাশনাল সার্ভিস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দেশে আরো ৬৪ উপজেলায় চালু হচ্ছে ন্যাশনাল সার্ভিস। আগামী বছরের মে মাস থেকে এ কর্মসূচি শুরু হয়ে চলবে ২০১৯ সাল পর্যন্ত।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ন্যাশনাল সার্ভিস প্রকল্প সম্প্রসারণে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এই প্রকল্পের জন্য সরকারের খরচ হবে ৫৪৫ কোটি টাকা।

এর আগে, এ কর্মসূচির আওতায় প্রথম থেকে চতুর্থ প্রকল্প পর্যন্ত ১ লাখ ৭২ হাজার জন প্রশিক্ষণ নিয়েছে। নতুনভাবে সম্প্রসারিত প্রকল্পে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালীন তিন মাসে প্রতিদিন দুশ’ টাকা করে ভাতা পাবে। আর পরবর্তী দুই বছর সরকারি বিভিন্ন দপ্তরে খণ্ডকালীন কাজ করা বাবদ প্রতিদিন পাবেন ১০০ টাকা।

এছাড়া বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক সংশোধনী অধ্যাদেশ-২০১৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।