আবারো ক্ষমতায় আসবে এমন আত্মতুষ্টি করলেই পতন অবধারিত: প্রধানমন্ত্রী

আবারো ক্ষমতায় আসবে এমন আত্মতুষ্টি করলেই পতন অবধারিত: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

PM3-696x329নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে এমন আত্মতুষ্টি করলেই, পতন অবধারিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিপক্ষকে শক্তিশালী মনে করেই কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের টানা এক সপ্তাহের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলে গণভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে সোমবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় দলের মন্ত্রিপরিষদের সদস্য ও কেন্দ্রীয় নেতারা তাঁকে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে যান গণভবনে। সেখানে দলের পক্ষ থেকে তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।

পরে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীর উদ্দেশে দেয়া বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সব অর্জনের কৃতিত্ব দেন দেশের জনগণকে। প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনো চলছে, তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের নেতারা একে অন্যের বিরুদ্ধে বদনাম ছড়ালে, তার খেসারত দিতে হবে পুরো দলকেই।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি শুধু ক্ষমতার লোভে একাত্তরে পরাজিত শক্তির সাথে হাত মিলিয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের মিথ্যা সংবাদ পরিবেশনের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক বলে জানান বঙ্গবন্ধু কণ্যা।