আবারও আটকে গেল কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ

আবারও আটকে গেল কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

শ্রমিক নিয়োগ সিদ্ধান্তের এক মাসের মাথায়, বাংলাদেশি শ্রমিক নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলো কুয়েত। বুধবার ‘কুয়েত টাইমস’ এ তথ্যটি প্রকাশ করেছে।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল শেখ মাজেন আল জাররাহ বাংলাদেশি শ্রমিকদের একটি পরিসংখ্যান পর্যালোচনা করে সোমবার এই সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা কিংবা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বরাবরই কঠিন শর্ত দিয়ে আসছে কুয়েত সরকার। নতুন করে যোগ হওয়া শর্তের মধ্যে রয়েছে, দেশটিতে বসবাসরত কর্মীদের অবশ্যই বাড়ি থাকতে হবে। কুয়েতে বর্তমানে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।