আন্তর্জাতিক গণমাধ্যমে ‘অপারেশন স্ট্রম ২৬’

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘অপারেশন স্ট্রম ২৬’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল-জাজিরা, রয়টার্স, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন তাদের অনলাইন সংস্করণে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে খবরটি।

তাছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজও এই ঘটনার সংবাদ দিয়েছে।

বিবিসি বলেছে, অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, আর্টিজানে হামলার পর এটিই প্রথম অভিযান, যেখানে কয়েকজন জঙ্গিকে একসঙ্গে হত্যা করা হয়েছে। আল জাজিরা শিরোনাম করেছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন নিহত।

প্রতিবেদনে বলা হয়, অভিযানে নিহতরা কালো কাপড় ও সাদা পাগড়ী পরিহিত ছিলেন। এনডিটিভি বলেছে, তারা বড় হামলার পরিকল্পনা করেছিল।