আনোয়ার চৌধুরির উপর হামলা: আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ

আনোয়ার চৌধুরির উপর হামলা: আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনেয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুতে ফাঁসির সাজা পাওয়া জঙ্গি মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

২০০৪ সালে ২১ মে সিলেটের হয়রত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট  জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির পর হাইকোর্টও একই রায় বহাল রেখে চলতি বছরের ১১ ফ্রেবুয়ারি রায় দেয়। রায়ের কপি প্রকাশের পর জুলাই মাসে আপিলের আবেদন করে মুফতি হান্নান।