আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

শেয়ার করুন

1496808327নিজস্ব প্রতিবেদক :

আজ ৭ই জুন। ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী দিন।

আইয়ুব খানের সামরিক শাসনের প্রতিবাদে ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের এই দিনে ৬ দফা ঘোষণা করেন। এরপর, বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার পক্ষে দেশব্যাপী গণ-আন্দোলনের সূচনা হয়।

এর মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে ১১ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, এবং মুক্তিযুদ্ধ । যার ফলে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।