আজিজসহ ছয়জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ, যে কোনও দিন রায়

আজিজসহ ছয়জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ, যে কোনও দিন রায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার জামায়াত নেতা আব্দুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হেয়েছে, রায় যে কোনদিন দেয়া হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০০৯ সালের সেপ্টেম্বরে সুন্দরগঞ্জ থানায় এই জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর নেতৃত্ব দানকারী আজিজের বিরুদ্ধে নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিলো।

গত ১১ অক্টোবর দু’জন নতুন বিচারক নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরের দিন ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক আজকের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।