‘আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক গ্রামের প্রতিটি জনগোষ্ঠী নগর সুবিধা পাবে’

‘আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক গ্রামের প্রতিটি জনগোষ্ঠী নগর সুবিধা পাবে’

শেয়ার করুন

pm-1নিজস্ব প্রতিবেদক :

আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক গ্রামের প্রতিটি জনগোষ্ঠী নগর সুবিধা পাবে এবং প্রত্যেক গ্রামকে নগরে উন্নত করা হবে- এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এই প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভানেত্রী। জনসভায় পৌঁছেই প্রধানমন্ত্রী ৩১টি  উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি এক হাজার আসনের অডিটোরিয়ামসহ মোট ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বিগত সময়ে জনগণ নৌকায় ভোট দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে সমুদ্র জয়, বাংলাদেশ পৌঁছে গিয়েছে মহাকাশে। পাশাপাশি দেশে জঙ্গিবাদ সন্ত্রাসের মদদ দেয়ার অভিযোগে বিএনপি জামায়াত জোটের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেই আজ জেল খাটছেন।