অবৈধ চাল মজুদদারীদের গ্রেপ্তারে অভিযান চলছে

অবৈধ চাল মজুদদারীদের গ্রেপ্তারে অভিযান চলছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

গুদামে অতিরিক্ত চাল মজুদ রাখার অভিযোগে বাংলাদেশ রাইস মিল অ্যাসেসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক লায়েক আলীসহ অবৈধ চাল মজুদ কারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশের পর এই অভিযান শুরু হয়। ।

বিকেলে সচিবালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি মোবাইল ফোনে সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের এ নির্দেশ দেন। এ বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় এবং কোন গুদামে চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। এক পর্যায়ে এ দুজনের নাম উঠে আসে।

বাণিজ্য মন্ত্রীর নির্দেশের পর রাইস মিল অ্যাসেসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদকে গ্রেপ্তারে কুষ্টিয়া অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনী তার গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। অভিযোগ প্রমাণ হলে তাদের অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও জানানো হয়।