অবশেষে সমঝোতায় ঐক্যবদ্ধ বিশ্ব ইজতেমা

অবশেষে সমঝোতায় ঐক্যবদ্ধ বিশ্ব ইজতেমা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে বিবাদমান দুই পক্ষ সমঝোতায় এসে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারি মাসের যে কোন সময় টঙ্গির তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ এই জমায়েত অনুষ্ঠিত হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এতে ধর্ম প্রতিমন্ত্রীও অংশ নেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক করে ফেব্রুয়ারি কতো তারিখে ইজতেমা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, এবারের ইজতেমায় ভারতের মাওলানা সাদ অংশ নেবেন না। সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনে বরাবরে মতো আইন-শৃংখলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেবে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রয়োজনে সেনা বাহিনী সহযোগিতা করবে।