অপরিণত অবস্থায় জন্ম নেয়ার কারণেই শিশু গালিবাকে বাঁচানো যায়নি

অপরিণত অবস্থায় জন্ম নেয়ার কারণেই শিশু গালিবাকে বাঁচানো যায়নি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

অপরিণত অবস্থায় জন্ম নেয়ার কারণেই শিশু গালিবাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক আফতাব ইউসুফ রাজ।

সোমবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, ওই শিশুর ফুসফুস ও হৃদপিণ্ডের কোনোটিই পূর্ণাঙ্গ ছিল না। যার ফলে তার শরীরে সঠিকভাবে অক্সিজেন ও রক্ত সরবরাহ করা যায়নি।

জন্মের পর গালিবার চিকিৎসায় অবহেলা প্রসঙ্গে তিনি বলেন, তার ব্যাপারে ফরিদপুরের স্থানীয় চিকিৎসকদের বিশেষ ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল। গর্ভে আসার পর শিশুটির মায়েরও সঠিক যত্ন নেয়া হয়নি বলে মনে করেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. ইউসুফ রাজ।