অনেক শঙ্কা, টাকার খেলা; কিন্তু পার পায়নি মীর কাশেম

অনেক শঙ্কা, টাকার খেলা; কিন্তু পার পায়নি মীর কাশেম

শেয়ার করুন

index

নিজস্ব প্রতিবেদক :

অনেক শংকা, টাকার খেলা; কিন্তু পার পায়নি মীর কাশেম। কোটি কোটি টাকা খরচে দেশি বিদেশি শক্তির লবিং, সবই ব্যর্থ হয়েছে রিভিউ খারিজের আদেশে। আর তাই রায়ের পর স্বস্তি আর উল্লাসের মাত্রাটা বেশিই ছিল সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে।

টাকার কুমির মীর কাশেম শুধুমাত্র বিদেশি লবিস্টকেই দিয়েছিলেন প্রায় ২০০ কোটি টাকা। লবিস্টদের কাজ ছিল মানবতাবিরোধী অপরাধকে বিদেশে প্রশ্নবিদ্ধ করে বিচার ঠেকানো। এই টাকা লেনদেন হয় যে রশিদের মাধ্যমে, তাঁল কপি আপিল বিভাগকে দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। মীর কাশেমের ফাসি বহাল রেখে এর আগে আপিল বিভাগ যে রায় দিয়েছে, সেখানেই উঠে এসেছিল এর বিস্তারিত।

শুধু বিদেশে না, দেশেও চলেছে টাকার খেলা। জামায়াতের অর্থনৈতিক মেরুদন্ড বলে পরিচিত মীর কাশেমের সে খেলায় ভয় পেয়েছিলেন খোদ সরকারের মন্ত্রীরাও। ভয়ের কথা প্রকাশ করে আদালত অবমাননার দায়ে জরিমানাও গুনেছেন তাঁরা।

শেষ মূহর্ত পর্যন্ত ছিল শংকা। এমনকি রিভিউ রায়ের আগের দিন সোমবার এ্যাটর্নি জেনারেল বলেছিলন রায় নিয়ে তিনি শঙ্কিত। কিন্তু সেই শংকা কেটে যাওয়া তাই আনন্দটা প্রকাশ হয়েছে স্বাভাবিকভাবে।