নিজস্ব প্রতিবেদক:
এক হাজার ৮১৭ কোটি টাকার ৬টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনুমোদিত প্রকল্পের মধ্যে ৫টি নতুন এবং একটি সংশোধিত। নতুনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৬২৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন এবং ৫৫৮ কোটি টাকার ‘ডিএনডি বাঁধ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, জুন মাসে মূল্যস্ফীতি ৫.৫৩ শতাংশ থাকলেও, জুলাইয়ে তা’ কমে দাঁড়িয়েছে ৫. ৪০ শতাংশে।
এছাড়া বন্যাকবলিত এলাকায় ভাঙন রোধে পর্যাপ্ত বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।