মীর কাসেমের রিভিউ খারিজের রায় কারাগারে

মীর কাসেমের রিভিউ খারিজের রায় কারাগারে

শেয়ার করুন

Mir-kashem-ali-bg2016051811273220160619120658

নিজস্ব প্রতিবেদক:

রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলীর করা আবেদন খারিজের রায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয়। এছাড়া জেলা মেজিস্ট্রেট, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের করা আবেদন আজ খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।