বিশেষ সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান

বিশেষ সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তিন দিনের বিশেষ সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সেনাবাহিনী প্রধান, বিপিন রাওয়াতের নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল।

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেনাবাহিনীর লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাদের অভ্যর্থনা জানান।

সফরকালে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রধানদের সাথে সাক্ষাত করার কথা রয়েছে ভারতীয় সেনা প্রধানের। ১৯৭১ এ মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনাও পরিদর্শন করার কথা রয়েছে তার।